President's message

বিসমিল্লাহির রাহমানির রহিম
সম্মানিত সদস্যবৃন্দ
আসসালামু আলাইকুম
চৌহালি উপজেলার এলাকাবাসীর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আমি আনন্দের সহিত আপনাদের সবাইকে ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারন সভায় স্বাগত জানাচ্ছি।
আগামী ০৭.০৩.২০২৫ইং তারিখে সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৫ উপলক্ষে স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা সৃজনশীল মেধা বিকাশের জন্য যেমন গুরুত্বপ‚র্ণ তেমনি চৌহালীর ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, অর্থনীতি, সমস্যা ও সম্ভাবনা সহ সকল গুরুত্বপর্ণ বিষয় এই স্মরণিকার মাধ্যমে প্রকাশ পাবে যা চৌহালীবাসির সার্বিক উন্নয়নে ভমিকা রাখবে বলে আমি মনে করি।
প্রথমেই আমি ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতি যাদের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধার সাথে স্মারণ করছি।
চৌহালী উপজেলা কল্যাণ সমিতি একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান। সমিতির কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর সার্বিক কল্যাণম‚লক কর্মকাÐের মাধ্যমে ভবিষ্যতে আত্মমর্যাদাশীল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এই সমিতি কল্যাণী ভ‚মিকা রাখবে।
আমি মনে প্রাণে বিশ্বাস করি এই চৌহালী মহতি মানুষের জন্মভ‚মি। এই চৌহালির মাটিতে ভাষা সৈনিক আবদুল মতিন এর জন্ম, শাহ সুফি হযরত ইউসুফ আলী এনায়েতপুরীর সমাধি। এছাড়া আরো অনেক বরেণ্য মানুষ বড় হয়েছেন এই চৌহালীর আলো বাতাসে। এই প্রাণপ্রিয় ভ‚মিতে আমার জন্ম হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করি।
সমিতির সকল সদস্যরা স্বেচ্ছাশ্রম ও উদার অবদানের মাধ্যমে সমিতির কার্যক্রম চলমান রেখেছেন। সমিতির কার্যক্রম, আওতা, পরিধি, সকলের সম্পৃক্ততা বৃদ্ধিতে কাজ করার আরো অবকাশ রয়েছে বলে আমি মনে করি।
আমাকে সভাপতির দায়িত্ব দেয়ার পর থেকে সকলের সম্মতিতে চৌহালী উপজেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচ, ইফতার মাহফিল সহ জনকল্যাণ মূলক কাজ সম্পন্ন করা হয়েছে। সমিতির কার্যক্রম গতিশীল করতে সমিতির নিজস্ব কার্য্যালয়ের লক্ষ্যে জমি কেনা হয়েছে। তবে সকলের সুবিধার্থে সুবিধাজনক স্থানে ফ্ল্যাট ক্রয়ের সিদ্ধান্ত হলে এ বিষয়ে সার্বিক অর্থায়নে আমি সমিতির পাশে থাকার ইচ্ছা পোষন করছি।
পরবর্তীতে বৈশ্বিক করোনা মহামারী সহ অন্যান্য নানা প্রতিকুলতার কারণে নিয়মিত ভাবে সমিতির কার্যক্রমে ধীরগতি পরিলক্ষিত হয়। বর্তমানে পুনরায় সমিতির সদস্যবৃন্দ সমিতির কার্যক্রমে গতিশীলতা আনয়নে অগ্রহী হয়েছে ফলে সমিতি তথা চৌহালীবাসির কল্যাণে কাজ করার অনেক ক্ষেত্র তৈরি হয়েছে যা আশাব্যঞ্জক।
অত্র সমিতি একটি অলাভজনক ও চৌহালী বাসির কল্যাণে ও ভ্রাতৃত্ব সৃষ্টিতে স্বেচ্ছাসেবাম‚লক প্রতিষ্ঠান। সদস্য সংখ্যা বৃদ্ধি, গঠনতন্ত্র যুগোপযোগী করণ, সমিতির কল্যাণম‚লক কার্যক্রমের পরিধি বৃদ্ধিসহ ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টিতে সকলে একযোগে কাজ করলে চৌহালী উপজেলা কল্যাণ সমিতি বাংলাদেশে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করবে; ইনশাআল্লাহ।
একটি আলোকিত ও সমৃদ্ধ সমাজের স্বপ্ন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নত করতে সমিতির কার্যক্রম কার্যকরী করে তা অব্যাহত রেখে একসাথে সমিতির ছায়াতলে থেকে কাজ করলে চৌহালী বাসির কল্যাণে অসামান্য পরিবর্তন আনা সম্ভব এবং সেই পরিবর্তনের জন্য প্রয়োজন আমাদের একতা, মানবিকতা ও উদারতার।
আমাদের সমিতির অগ্রগতিতে আমরা সবাই যেন একাত্ম হয়ে অঙ্গীকারাবদ্ধ থাকি এবং চৌহালী বাসির জন্য আলোকিত সমাজ গড়তে পারি।
চৌহালিবাসী নানাভাবে অবহেলিত। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক কারণে অত্র এলাকার জনসাধারণ নানা প্রতিক‚লতার মধ্যে বেড়ে ওঠে। যমুনার করাল গ্রাসে প্রতিনিয়ত মানুষের কষ্ট সীমাতিক্রম করে। তথাপি প্রকৃতির সাথে যুদ্ধ করে হার না মানা সৈনিকের মতই নিজ মাতৃভূমিকে আগলে রেখেছে এই অঞ্চলের মানুষ।
ব্রিটিশ আমলে এখানে নীল চাষ করা হতো। বারপাখিয়া কুখ্যাত নীলকরদের নীলকুঠি ছিল। জানা যায় ১৮৮৮ সালে এখানে একটি পুলিশ ক্যাম্প তৈরি হয়েছিল আর সেখানে থানা প্রতিষ্ঠা হয় ১৯০৪ সালে। কিন্তু অদ্যবধি চৌহালী বাসীর কল্যাণে রাষ্ট্রীয়ভাবে স্থায়ী সমস্যা সমাধানে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই বিষয়ে চৌহালী উপজেলা কল্যাণ সমিতির ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
চৌহালী বাসীর কল্যানে ঐক্যবদ্ধভাবে আমাদের সামনের পথ চলতে হবে। মার্কিন লুথার কিং জুনিয়র এর বিখ্যাত উক্তি দিয়ে আমার কথা শেষ করছিঃ
“যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পার তবে হাঁটো, হাটতে না পারলে হামাগুড়ি দাও। যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করবে না।” মার্কিন লুথার কিং জুনিয়র
সামিতির সার্বিক সফলতা ও অগ্রযাত্রায় আপনাদের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
(আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম)
সভাপতি
ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতি
চৌহালী, সিরাজগঞ্জ।
মোবাইল- ০১৭৩০০০৩৫৬